নিজস্ব প্রতিবেদক: দেশের ইস্পাত শিল্পে নতুন দিগন্তের সূচনা করল জিপিএইচ ইস্পাত লিমিটেড। এশিয়ায় প্রথমবারের মতো অত্যাধুনিক কোয়ান্টাম ইএএফ (Quantum Electric Arc Furnace) প্রযুক্তি চালু উপলক্ষে এক বিশেষ আলোচনা সভা আয়োজন করে প্রতিষ্ঠানটি।
সভায় বক্তারা বলেন, জিপিএইচ ইস্পাতের এই যুগান্তকারী উদ্যোগ বাংলাদেশের শিল্পখাতে প্রযুক্তিনির্ভর উৎপাদনের নতুন অধ্যায় সূচনা করবে। এটি শুধু প্রতিষ্ঠানটির নয়, বরং দেশের সামগ্রিক শিল্প উন্নয়নে এক অনন্য সংযোজন হিসেবে বিবেচিত হবে।
চিঠির মাধ্যমে আমন্ত্রিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জিপিএইচ ইস্পাত জানায়—
“আমাদের প্রিয় মাতৃভূমির উন্নয়নে আপনাদের অবদানই আমাদের এশিয়ায় প্রথমবারের মতো কোয়ান্টাম ইএএফ প্রযুক্তি চালুর অনুপ্রেরণা দিয়েছে। আপনাদের মূল্যবান মতামত ও অন্তর্দৃষ্টি আলোচনাটিকে আরও ফলপ্রসূ করবে বলে আমরা বিশ্বাস করি।”
আলোচনা সভায় উপস্থিত ছিলেন—
রিজিওনাল ম্যানেজার, ঢাকা ইস্ট রিজন হোমাইন মোহাম্মদ শাহেদ,
হেড অব টেকনিক্যাল মার্কেটিং অ্যান্ড প্রোডাক্ট ম্যানেজমেন্ট (TMPM), GPH ISPAT LTD,
প্রকৌশলী পার্থ কর্মকার, টিম লিডার (IMPM), ম্যানেজার (TMPM),
প্রকৌশলী সাইফুল ইসলাম,
সহকারী ব্যবস্থাপক (নারায়ণগঞ্জ জেলা), GPH শুবায়েদ উল্লাহ,
প্রকৌশলী ওমর সুলতান হৃদয়,
সহকারী প্রকৌশলী (TMPM), নারায়ণগঞ্জ জেলার মেহেদী হাসান, সেলস অফিসার (সোনারগাঁ ও বন্দর), সিনিয়র সেলস অফিসার (রূপগঞ্জ ও আড়াইহাজার), মকছুদুল হাসান চয়ন ও সেলস অফিসার (আদর–ফতুল্লা–সিদ্ধিরগঞ্জ) আসাদুজ্জামান আসাদ।
সভায় বক্তারা আরও বলেন, কোয়ান্টাম ইএএফ প্রযুক্তির মাধ্যমে জিপিএইচ ইস্পাত শক্তি সাশ্রয়ী ও পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থা গড়ে তুলবে। এই প্রযুক্তি ভবিষ্যতের টেকসই শিল্পায়নের পথপ্রদর্শক হিসেবে কাজ করবে বলে তারা আশা প্রকাশ করেন।



