নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজামউদ্দিন বলেছেন, “দলের সিদ্ধান্ত না মেনে যারা এখনো নিজের ঢাক-ঢোল পেটাচ্ছে এবং দলীয় প্রার্থীর বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে, তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি।”
তিনি বলেন, আজহারুল ইসলাম মান্নান দলের ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতা। তার বিরুদ্ধে অপপ্রচার চালানো দুঃখজনক ও নিন্দনীয়।
মঙ্গলবার (তারিখ উল্লেখযোগ্য) দুপুরে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এসব কথা বলেন। ওই পোস্টে তিনি আরও উল্লেখ করেন, বিএনপি থেকে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে আজহারুল ইসলাম মান্নানকে মনোনয়ন দেয়া হয়েছে। কিন্তু মনোনয়ন বঞ্চিত কিছু ব্যক্তি এখনো নীরব অবস্থায় থেকে বিভিন্ন বিভ্রান্তিকর ধারণা ছড়াচ্ছেন—যে কোনো সময় মনোনয়ন পরিবর্তন হতে পারে, এমন গুজবও তারা ছড়াচ্ছে।
নিজামউদ্দিন মনে করেন, এ ধরনের কর্মকাণ্ড দলের ঐক্য ও শৃঙ্খলার পরিপন্থী। তিনি এসব নেতাকর্মীদের সতর্ক করে বলেন, “দলের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যারা ব্যক্তিস্বার্থে বিভ্রান্তি তৈরি করছে, তাদের ব্যাপারে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।”



