নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ধানের শীষ প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে জনসম্মুখে বিরূপ মন্তব্য ও বিরোধিতার অভিযোগে সোনারগাঁও থানা যুবদলের আহ্বায়ক মো. শহীদুর রহমান স্বপন এবং নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য শহীদুল ইসলামের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
কেন্দ্রীয় যুবদলের দপ্তর সূত্রে জানা যায়, দলীয় গুরুদায়িত্বে থাকা সত্ত্বেও উক্ত দুই নেতা দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রকাশ্যে বিরোধিতা করেছেন—যা সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী ও দলীয় স্বার্থবিরোধী কর্মকাণ্ড হিসেবে বিবেচিত হয়েছে। বিষয়টি যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির নজরে আসার পর তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়।
নোটিশে বলা হয়, সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের জন্য কেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না—তা কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের সামনে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে নোটিশটি প্রেরণ করেন সংগঠনের সহ–দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া মিস্টি।
দলীয় নীতিমালা ভঙ্গের এমন অভিযোগ ওঠায় সোনারগাঁও ও নারায়ণগঞ্জ মহানগর যুবদলসহ তৃণমূল পর্যায়ে এ নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।



