নিউজ সোনারগাঁ : সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও চুনা ও ঢালাই কারখানার বিরুদ্ধে আবারও অভিযান পরিচালনা করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত মোবাইল কোর্টের মাধ্যমে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে যাদুঘর গেটসংলগ্ন ইছাপাড়া এলাকায় একটি চুনা কারখানা এবং থানা এলাকার পাশে একটি ঢালাই কারখানা ও একটি খানাডুলি কারখানা এক্সক্যাভেটর দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। একই সঙ্গে অবৈধ সংযোগ ব্যবহারের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিল্টন রায়। অভিযান নেতৃত্বে ছিলেন তিতাস গ্যাস সোনারগাঁ জোনের ম্যানেজার রবিউল আওয়াল।
তিতাস কর্তৃপক্ষ জানায়, একই এলাকায় পূর্বেও কয়েক দফা অভিযান পরিচালনা করা হলেও অবৈধভাবে চুনা কারখানা চালানো বন্ধ হয়নি। এ ধরনের কার্যক্রম বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
অভিযান চলাকালে ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং পানি ছিটিয়ে চুন বিনষ্ট করা হয়।



