নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নে আওয়ামী লীগ নেতা রাসেল আহমেদ খোকনের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কাজী আমিনুল ইসলাম মামুন এ ঘটনায় অভিযোগ করেছেন।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে মাঝেরচর এলাকায় সরেজমিনে দেখা যায়, রাস্তার পাশের প্রায় ১৫ শতাংশ জমিতে বাউন্ডারি দেয়াল নির্মাণ করছেন খোকনের লোকজন। অভিযোগ রয়েছে, মাঝেরচর মৌজার এসএ ৯৬ দাগের এই জমিটি সোনা মিয়া পরিবারের ৬ জন ওয়ারিশের মালিকানাধীন হলেও তাদের মধ্যে মাত্র ২ জনের থেকে অংশ কিনে পুরো জমি দখল করার চেষ্টা করছেন অভিযুক্তরা।
জমির মালিকানা নিয়ে নাঈম খন্দকার নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, “এই জমির ওপর মামুনের পক্ষেই মামলার রায় এসেছে। তারপরও খোকনের প্রভাব খাটিয়ে আমাদের জমি দখল করে নেওয়া হচ্ছে।”
এ ঘটনায় কাজী আমিনুল ইসলাম মামুন বাদী হয়ে রাসেল আহমেদ খোকন, সেলিম মোল্লা, নিহার খন্দকার, সাকিব, আল আমিন মাস্টার, শাকিলসহ অজ্ঞাত আরও ৪০–৫০ জনকে আসামি করে তালতলা পুলিশ ফাঁড়ি ও বিশনন্দী সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযুক্ত আওয়ামী লীগ নেতা রাসেল আহমেদ খোকন অভিযোগ অস্বীকার করে বলেন, “২০০৭ সাল থেকে ক্রয়সূত্রে এই জমির মালিক আমি। কেউ ওয়ারিশ দাবি করলে প্রমাণাদি দেখাক। আমার নামজারির বিরুদ্ধে আপত্তি থাকলে ভূমি অফিসে মামলা করতে পারে।”
তদন্তকারী কর্মকর্তা তালতলা ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোয়াজ্জেম হোসেন বলেন, “অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেছি। উভয় পক্ষের কাগজপত্র যাচাই চলছে। যেহেতু বর্তমানে বিবাদীরা জমির দখলে আছে, তাই মালিকানার বৈধ প্রমাণ নিয়ে বসার জন্য দু’পক্ষকেই বলা হয়েছে।”
ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।



