নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের বন্দরে মেছের আলী পারভেজ (৩৫) নামে এক যুবককে চোর অপবাদ দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার সকালে উপজেলার ২৬নং ওয়ার্ডের সোনাচোরা এলাকায় এ নৃশংস ঘটনা ঘটে।
নিহত পারভেজ সিদ্ধিরগঞ্জের এসও এলাকার বাসিন্দা তারা মিয়ার ছেলে। তিনি স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি সোনাচোরা এলাকায় বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি এম এ রশিদের ভাই মেছের আলী রাতের আঁধারে পারভেজকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে নির্মাণাধীন ভবনের একটি পিলারের সাথে বেঁধে মেছের আলী, তার ছেলে মাহিন, স্ত্রী হাজেরা এবং আরও ৫-৬ জন মিলে হাতুড়ি ও লোহার রড দিয়ে নির্মমভাবে পিটিয়ে গুরুতর আহত করেন। নির্যাতনের সময় পারভেজ বারবার পানি চাইলে তার ওপর অত্যাচারের মাত্রা আরও বাড়ানো হয়। একপর্যায়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের স্ত্রী খাদিজা বেগম জানান, “অনেক কান্নাকাটি ও মিনতি করা সত্ত্বেও তারা আমার স্বামীকে ছাড়েনি। পিলারের সাথে বেঁধে শেষ পর্যন্ত তাকে মেরে ফেলেছে।”
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।



