স্টাফ রিপোর্টার : সোনারগাঁ, বন্দর ও গজারিয়া উপজেলার বাড়ির মালিকদের নিয়ে দেশের স্বনামধন্য শিল্পগোষ্ঠী আনোয়ার গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আনোয়ার ইস্পাত লিমিটেড–এর উদ্যোগে এবং এলাকার এক্সক্লুসিভ ডিলার রহমানিয়া ফ্যামিলি (মেসার্স রহমানিয়া এন্টারপ্রাইজ)–এর তত্ত্বাবধানে “স্বপ্নের বাড়ি, একসাথে গড়ি” শীর্ষক বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৫ নভেম্বর ২০২৫, মঙ্গলবার সন্ধ্যা ৬টায় স্থানীয় একটি কনভেনশন হলে জমকালো এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সোনারগাঁও, বন্দর ও গজারিয়া অঞ্চলের বাড়ির মালিকবৃন্দ ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
রহমানিয়া ফ্যামিলির পক্ষ থেকে প্রধান উপদেষ্টা মো. হাবিবুর রহমান হাবিব ও ব্যবস্থাপনা পরিচালক মো. আনিসুর রহমান সোহান উপস্থিত থেকে অতিথিদের স্বাগত জানান।
এছাড়া আনোয়ার ইস্পাত লিমিটেডের সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মো. ফারুক হোসেন, ডেপুটি সেলস ম্যানেজার আশরাফ সিদ্দিকী, বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের ঢাকা-৩ এরিয়া ইনচার্জ ইঞ্জিনিয়ার সুজন ইসলামসহ স্থানীয় প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে নির্মাণশিল্পে আনোয়ার ইস্পাতের মান, আধুনিক প্রযুক্তি, স্থায়িত্ব, নিরাপত্তা এবং ভূমিকম্প-সহনশীলতা নিয়ে বিস্তৃত প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। বাড়ির মালিকদের জন্য মানসম্মত ইস্পাতের প্রয়োজনীয়তা, নির্মাণসামগ্রীর সঠিক ব্যবহার ও কারিগরি দিকনির্দেশনাও তুলে ধরা হয়।
ব্যবস্থাপনা পরিচালক মো. আনিসুর রহমান সোহান বলেন, “আমাদের এলাকার বাড়ির মালিকদের একত্রিত করে নির্মাণশিল্পের সঠিক তথ্য জানাতে পারা আমাদের জন্য গর্বের বিষয়। আনোয়ার ইস্পাত সবসময় মান ও আস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়।”
অতিথিরা আনোয়ার ইস্পাতের আধুনিক উৎপাদন প্রক্রিয়া ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সরাসরি ধারণা লাভ করেন। অনুষ্ঠান শেষে অতিথিদের রাতের খাবারের আমন্ত্রণ এবং আনোয়ার ইস্পাতের পক্ষ থেকে উপহার প্রদান করা হয়।
এক উষ্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।



