নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর ২০২৫) দুপুরে সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে সোনারগাঁ পৌরসভাস্থ রয়েল রিসোর্টে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার আবু জাফর। সঞ্চালনায় ছিলেন পৌর যুবদলের সাবেক সভাপতি ফারুক আহমেদ তপন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য মোহাম্মদ গিয়াস উদ্দিন, যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ওয়ালিউর রহমান আপেল, অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল ও আল মুজাহিদ মল্লিক।
এছাড়াও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ূন কবির রফিক, সোনারগাঁ থানার যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম চয়নসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের অসংখ্য নেতাকর্মী।
দোয়া মাহফিলে মুফতি রুহুল আমিন কাসেমী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশ-জাতির সার্বিক কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করেন।
বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া জাতির একজন জনপ্রিয় ও গণমানুষের আস্থার প্রতীক। তিনি দ্রুত আরোগ্য লাভ করে জনগণের মাঝে ফিরে আসবেন—এটাই সকলের প্রার্থনা।
অনুষ্ঠান শেষে নেতাকর্মীদের মধ্যে তবারক বিতরণ করা হয়। বক্তারা আগামী ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বানও জানান।



