নিউজ সোনারগাঁ : সোনারগাঁয়ে আজিমউদ্দিন নামে এক বিএনপি কর্মীর বিরুদ্ধে মধ্যবয়সী এক শ্রবণ ও বুদ্ধিপ্রতিবন্ধী ভিক্ষুক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। শনিবার (২৯ নভেম্বর) রাতে ভুক্তভোগী নারী সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগসূত্রে জানা যায়, গত মঙ্গলবার ভোরে বাইশটেকি গ্রামের মৃত আছমত আলীর ছেলে আজিমউদ্দিন ওই নারীর ঘরে ঢুকে অশোভন আচরণ ও জোরপূর্বক স্পর্শকাতর স্থানে হাত দিয়ে ধর্ষণের চেষ্টা করেন। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে আজিমউদ্দিন দৌড়ে পালিয়ে যান।
ভুক্তভোগী নারী জানান, স্বামী মারা যাওয়ার পর তিনি বিভিন্ন বাড়িতে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করেন। ঘটনার পর স্থানীয় গণ্যমান্যদের বিষয়টি জানালে ‘বিচার হবে’ আশ্বাস দিয়ে চার দিন ধরে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন সোনারগাঁ থানা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক সোহেল রানা এমন অভিযোগও করেছেন তিনি।
এ বিষয়ে সোহেল রানা বলেন, “আজিমউদ্দিন আমাদের দলের কর্মী। সে এলাকার লোক এবং আমার সঙ্গেও চলাফেরা করে। ধামাচাপা দেওয়ার বিষয়টি ঠিক নয়। পুলিশ এসে নারীটিকে থানায় নিয়ে গেছে।”
এদিকে অভিযোগ দায়েরের পর থেকে অভিযুক্ত আজিমউদ্দিন মোবাইল বন্ধ রেখে আত্মগোপনে রয়েছেন। তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সফল হওয়া যায়নি বলে জানা গেছে।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, “পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে। মামলা গ্রহণের প্রক্রিয়া চলছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।”



