নিউজ সোনারগাঁ : ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) নির্বাচন–২০২৫ এ কার্যনির্বাহী সদস্য পদে জয়লাভ করেছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল আই–এর স্টাফ রিপোর্টার ও সোনারগাঁয়ের গর্ব আকতার হাবিব।
শনিবার ঘোষিত নির্বাচনের চূড়ান্ত ফলে তিনি বিপুল ভোটে বিজয়ী হন। নির্বাচনী মাঠে সাংবাদিকদের ব্যাপক সমর্থন ও আস্থার প্রতিফলন হিসেবে তার এই বিজয়কে দেখছেন সহকর্মীরা।
নির্বাচনে বিজয়ের পর প্রতিক্রিয়ায় আকতার হাবিব বলেন,
“সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, কর্মপরিবেশ উন্নয়ন, প্রশিক্ষণ সুযোগ বৃদ্ধি এবং সদস্যদের কল্যাণে নিরলসভাবে কাজ করাই হবে আমার মূল লক্ষ্য।”
তার নির্বাচনী জয়কে ঘিরে সোনারগাঁয়ের সাংবাদিক মহল, সামাজিক সংগঠন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অভিনন্দন জানিয়েছেন। অনেকে বলেছেন, তার দীর্ঘদিনের পেশাদারিত্ব, নিষ্ঠা ও মানবিক কাজই তাকে এই বিজয়ের পথে এগিয়ে দিয়েছে।
ডিআরইউ নির্বাচনে নবনির্বাচিত এই কার্যনির্বাহী সদস্যের প্রতি সাংবাদিক সমাজের প্রত্যাশা—তিনি সংগঠনের উন্নয়ন ও গণমাধ্যম কর্মীদের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।



