নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়ন ১ নং ওয়ার্ডে বিএনপির চেয়ারপারসন, তিন বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ ডিসেম্বর) বিকেলে পাকুন্ডা স্কুল মাঠে ১ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে আলেম-ওলামা, কোরআনে হাফিজ ও শিক্ষার্থীদের নিয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জামপুর ইউনিয়ন ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি কিবরিয়া হাজী। পরিচালনা করেন জামপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক শাহিন সিকদার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আতাউর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক (২ নং) মজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক (৩ নং) নিজামুদ্দিন, জামপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি গিয়াসউদ্দিন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য শফিক দেওয়ান, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি হারুন অর রশিদ মিঠু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূঁইয়া, সোনারগাঁও উপজেলা কৃষক দলের আহ্বায়ক ফজলু মেম্বার, উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেন, কৃষক দলের সদস্য সচিব এম এ মিলন ভূঁইয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাউসার আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু মোরশেদ মোল্লা এবং যুবদল নেতা সোহেল রানা, আব্দুল আল মামুন, রেজাউল খন্দকারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এ ছাড়া জামপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার ফারুক, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম মেম্বার এবং স্থানীয় বিএনপি নেতা হান্নান, হাফিজ, ইলি, বাচ্চু, আলমগীর, সোলমান, শাহ আলম, সালাউদ্দিন, আজিজ, আপেলসহ ১ নং ওয়ার্ড বিএনপি নেতা মোকবুল, শাহিন মোল্লা, শুকুর আলী, নজরুল, আফজাল, সামির, উজ্জ্বল প্রমুখ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে আজহারুল ইসলাম মান্নান বলেন, “তিন বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় সকলের নিকট দোয়া চাই। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে দেশের মানুষের মাঝে ফিরে আসতে পারেন।”
দোয়া মাহফিল শেষে দেশ, জাতি ও বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।



