রুহুল আমিন: হাসিনার আমলের সব গণহত্যার বিচার করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মো. হাফিজুর রহমান। সোমবার (১৬ ডিসেম্বর) রাতে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর বাসস্ট্যান্ডে মহান বিজয় দিবস ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
হাফিজুর রহমান বলেন, গত ১৫ বছরে এমন কোনো অপরাধ নেই যা ফ্যাসিস্ট হাসিনা করে নাই। প্রথমে ক্ষমতায় এসেই স্বাধীনতার অতন্দ্র প্রহরী সেনাবাহিনী ও বিডিআর সদস্যদের হত্যা করে তিনি। এরপরই শুরু হয় তার হত্যাযজ্ঞ ও গুমের রাজত্ব। গত ১৫ বছর বাংলাদেশ রক্তের স্রোতের ওপর পরিচালিত হয়েছে। আমরা সেই দানবীয় খুনি শেখ হাসিনার বিচার চাই।
তিনি বলেন, এই দেশে বাকশাল তৈরি করেছিল শেখ মুজিব। তার আমলে মিডিয়াগুলো বন্ধ করে দেওয়া হয়। প্রথম স্বৈরাচার চালু করে শেখ মুজিব। এরই ধারাবাহিকতায় তার মেয়ে শেখ হাসিনা স্বৈরাচারনীতি চালু করে। তিনি এই দেশের টাকা গায়েব করে ফেলে। পৃথিবীর ইতিহাসে এমন খুনি ও স্বৈরাচার শেখ হাসিনার মতো একটিও নেই।
তিনি আরও বলেন, বিনা অপরাধে জামায়াত নেতাদের ফাঁসি দেন শেখ হাসিনা। গত ১৫ বছরে জামায়াত নেতাদের ওপর স্টিমরোলার চালানো হয়। ভারতে বসে এখন শেখ হাসিনা ষড়যন্ত্র করছে। কোনো ষড়যন্ত্র যদি করা হয় তাহলে এর দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
বন্দর উপজেলা উত্তরের আমির মো. সালাহ উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমির আলহাজ মো. মমিনুল হক সরকার। সভায় বিশেষ অতিথি ছিলেন- অ্যাডভোকেট মো. ইসরাফিল, মাওলানা মো. খোরশেদ আলম, বন্দর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম প্রমুখ।
এর আগে ১৬ ডিসেম্বর ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। পরে দেশের নামকরা ও প্রখ্যাত শিল্পীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।



