পিরোজপুর।৩১ দফা বাস্তবায়নে কর্মী সভা
নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা অবহিতকরণ ও মানবিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নে যুবদলের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ডিসেম্বর) বিকেলে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে ইসলামপুর হাজী আকবর আলী বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পিরোজপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো: আল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজীব।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে খাইরুল ইসলাম সজিব বলেন” বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা খুবই গুরুত্বপূর্ণ।এদেশের মানুষের অধিকার রক্ষা ও গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে তারেক রহমানের সাহসী নেতৃত্বের কোন বিকল্প নেই।বিএনপির নেতাকর্মীরা মানুষের ভালোবাসার ও আস্থার প্রতীক হিসেবে কাজ করে যাচ্ছে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মাসুম রানা, থানা কৃষকদলের সভাপতি মো: ইয়াছিন, পিরোজপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি রিয়াজুল ইসলাম, দপ্তর সম্পাদক মো: হাসান, অর্থ সম্পাদক মো: হান্নান মিয়া, যুবদলের সদস্য নোবেল, যুবদল নেতা মাসুম, মোগরাপাড়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো: আরিফ, বারদী ইউনিয়ন যুবদলের আহবায়ক আব্দুল আলী, যুবদল নেতা রকিব হাসান প্রমুখ।