নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার মোল্লারচর এলাকায় নসিমন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত এবং দুজন আহত হয়েছেন।
আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। এতে সোনারগাঁ উপজেলার সাদীপুর ইউনিয়নের আমগাঁও এলাকার মো. উজ্জ্বল মিয়া (৩৫) ও সোহান মিয়া (২৭) নিহত হন। এছাড়া একই এলাকার মিঠু মিয়া (২০) ও নসিমনের চালক আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত উজ্জ্বল মিয়া মৃত আবদুর রফিক ভূঁইয়ার ছেলে। তিনি তার নানার বাড়ি সাদীপুর ইউনিয়নের আমগাঁও এলাকায় বসবাস করতেন। অপর নিহত সোহান মিয়া শহিদুল ইসলামের ছেলে।
জানা গেছে, উজ্জ্বল, সোহান ও মিঠু মোটরসাইকেলে করে পাসপোর্ট আনার উদ্দেশ্যে নরসিংদী পাসপোর্ট অফিসে যাচ্ছিলেন। পথে আড়াইহাজারের মোল্লারচর এলাকায় তাদের মোটরসাইকেল একটি নসিমনের সঙ্গে সংঘর্ষে পড়ে। এতে ঘটনাস্থলেই উজ্জ্বল ও সোহান মারা যান। আহত মিঠু ও নসিমনের চালককে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সার্কেল এসপি মেহেদী হাসান বলেন, “নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”