নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: বন্দর উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান মোঃ মাকসুদ হোসেনকে স্বপদে পুনর্বহালের দাবীতে বন্দর উপজেলার সর্বস্তরের জনগণের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সকল শ্রেনী পেশার লোকজন। শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্দ বাস ষ্ট্যান্ড এলাকায় এই কর্মসুচি পালন করা হয়।
মানববন্ধনে উপস্থিত অংশগ্রনকারী ফাহিম জানান, ‘গত বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে মাকসুদ হোসেন ভাই স্বতন্ত্র প্রার্থী হয়ে ১৫০৩৫ ভোটের ব্যবধানে বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী এম এ রশিদ এবং ২ বারের উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মুকুলকে পরাজিত করে নির্বাচনে জয়লাভ করেন। সেই নির্বাচনর সদর আসনের এমপি সেলিম ওসমান, শামীম ওসমান ও সোনারগাঁয়ের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় জাতীয় পার্টির স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি লিয়াকত হোসেন খোকা মাকসুদ চেয়ারম্যানের বিরুদ্ধে সরাসরি হস্তক্ষেপ করেন তারপরও বন্দরবাসী তাকে বিপুল ভোটে জয়লাভ করে। বর্তমানে তিনি উপজেলা চেয়ারম্যানের দায়িত্বে না থেকেও জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছেন, তাই মাকসুদ হোসেনকে স্বপদে বহালের দাবী জানাচ্ছি’।
সাউন্ড সিস্টেম ব্যবসায়ী রাব্বানী বলেন, ‘জনগণের ভোগান্তির কথা ভেবে গত বৃহস্পতিবার বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের চাঁনপুরে মাকসুদ হোসেনের ব্যক্তিগত অর্থায়ণে একটি ব্রিজ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে এবং এর নির্মাণ কাজ চলছে। তাছাড়া কিছুদিন আগে বন্দর ইউনিয়নের কুশিয়ারায় ১টি ব্রিজের ২ পাশের সংযোগ রাস্তা ও গাইড ওয়াল অসমাপ্ত থাকায় কোন যানবাহন চলাচল করতে পারতোনা। সেখানে মাকসুদ হোসেনের ব্যক্তিগত অর্থায়ণে রাস্তা ও গাইড ওয়াল নির্মাণ করে দেয়া হয়েছে। উপজেলা চেয়ারম্যানের দায়িত্বে না থেকেও এরকম বেশ কিছু উন্নয়নমূলক কাজ তিনি করে যাচ্ছেন’।
ধামগড় ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মোস্তফা কামাল বলেন, ‘এলাকার খেলাধুলা, ওয়াজ মাহফিল, অসুস্থ মানুষের চিকিৎসা সর্বক্ষেত্রে মাকসুদ হোসেন ও তার পরিবারের সদস্যরা সহায়তা করে যাচ্ছেন এবং সকল কাজে উপস্থিত থেকে জনগণকে উৎসাহিত করে যাচ্ছেন। তাই বন্দর উপজেলাবাসীর কল্যাণে ও উন্নয়নে মাকসুদ ভাইকে দ্রুত বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদে বহাল করার দাবী জানাচ্ছি’।
এসময় অন্যান্যদের মধ্যে শাহাদাৎ হোসেন, আঃ রহিম, বেলাল হোসাইন ও রুমা আক্তার বক্তব্য রাখেন।



