নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: গত ৩১ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আয়োজিত ‘মার্চ ফর ইউনিটি’ ছিল একটি ঐতিহাসিক আয়োজন। এতে দেশের প্রায় সব জেলা থেকে হাজারো শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নেন, যারা জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করেন। নারায়ণগঞ্জ থেকেও সহস্রাধিক ছাত্র-জনতা এই আয়োজনে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের সফল সমাপ্তির পর, আমরা লক্ষ্য করেছি কিছু মহল নারায়ণগঞ্জ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সুনাম ক্ষুণ্ণ করতে অপপ্রচারে লিপ্ত হয়েছে। তবে আমাদের ঐক্যবদ্ধ অবস্থান এবং সংগঠনের স্বচ্ছ কার্যক্রম এ ধরনের অপপ্রচারকে প্রশ্নবিদ্ধ করেছে।
সংগঠনের স্বচ্ছতা এবং অর্থায়ন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি আপোষহীন সংগঠন, যা সব সময় অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার। এই আয়োজনে অংশগ্রহণকারীদের জন্য কেন্দ্রীয় কমিটি নিজ উদ্যোগে অর্থ সংগ্রহ করে খাবার ও অন্যান্য প্রয়োজন মেটানোর চেষ্টা করেছে। অনেক জেলা থেকে আসা সংগঠক ও সদস্যরা নিজেরাই যাতায়াত ও খাবারের খরচ বহন করেছেন।
মিথ্যা অপপ্রচার ও অপবাদ
নারায়ণগঞ্জে আন্দোলনের নেতৃত্ব নিয়ে কিছু মনগড়া অভিযোগ ও অপপ্রচার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়েছে। এতে সংগঠনের শৃঙ্খলা ও সুনাম ক্ষতিগ্রস্ত করার চেষ্টা হয়েছে। যারা এমন অভিযোগ তুলেছেন, তারা সংগঠনের প্রকৃত চেতনা ধারণ করেন কিনা, তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।
নারায়ণগঞ্জের সংগঠকরা ওই ব্যক্তির সঙ্গে আলোচনার চেষ্টা করলেও, তিনি যুক্তিসঙ্গত উত্তর দিতে ব্যর্থ হয়েছেন। বরং তার কর্মকাণ্ডে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কলঙ্কিত করার ষড়যন্ত্র স্পষ্ট হয়েছে।
প্রতিবাদ ও আহ্বান
নারায়ণগঞ্জ জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা এই মিথ্যা অপবাদ এবং সংগঠনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই। সকলকে আহ্বান জানাই, বিভ্রান্তি সৃষ্টি না করে সংগঠনের ইতিবাচক কার্যক্রমে সমর্থন ও অংশীদার হওয়ার জন্য।
এই আন্দোলন অন্যায়-অবিচারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে এবং দেশের ভবিষ্যৎ বিনির্মাণে অগ্রণী ভূমিকা রাখবে।