নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের মৈষটেক এলাকায় বিদ্যুতের তার ছিঁড়ে শাহিন শিকদার (৪০) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে এসিয়ান হাইওয়ের পাশে কার্টুন ফ্যাক্টরি সংলগ্ন ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, শাহিন শিকদার বিদ্যুতের খুঁটির নিচে বসে ছিলেন। এ সময় হঠাৎ করে ৩৩ হাজার ভোল্টের একটি বিদ্যুতের তার ছিঁড়ে তার হাতের ওপর পড়ে। এতে তিনি মারাত্মকভাবে দগ্ধ হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত শাহিন শিকদার বরিশাল জেলার গৌরনদী উপজেলার শরীফাবাদ এলাকার মৃত কালাম শিকদারের ছেলে। তিনি সোনারগাঁ উপজেলার কলতাপাড়া এলাকার মহিউদ্দিনের ভাড়াটিয়া ছিলেন।
তালতলা তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) আশিষ কুমার জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।