নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নে তিতাস গ্যাস কর্তৃপক্ষের উদ্যোগে ৫০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ১৫ জানুয়ারি, বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত মিরেরটেক বাজার এলাকায় মোবাইল কোর্টের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ২ কিলোমিটার এলাকাজুড়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়, যার মধ্যে ৩০০টি বাড়ির ৫০০টি চুলা এবং একটি অবৈধ ঢালাই কারখানার সংযোগ অন্তর্ভুক্ত। অবৈধ ঢালাই কারখানায় ১টি বড় ক্রুসিবল ফার্নেস (লোড আনুমানিক ১০০০ ঘনফুট/ঘন্টা) জব্দ করা হয়।
অভিযানে ব্যবহৃত পাইপের মধ্যে ছিল ১.৫” ডায়া বিশিষ্ট ৪৮০ ফুট পাইপ, ২” ডায়া বিশিষ্ট ২০ ফুট পাইপ, ৩/৪” ডায়া বিশিষ্ট ২০০ ফুট পাইপ।
উচ্ছেদকৃত পাইপগুলো এক্সকাভেটরের মাধ্যমে অপসারণ ও জব্দ করা হয়। প্রতিটি অবৈধ লাইন উৎস পয়েন্ট থেকে কিলিং/ক্যাপিং করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়। এছাড়া উপস্থিত ছিলেন তিতাস গ্যাস নারায়ণগঞ্জ অফিসের উপব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. সেলিম মিঞা, উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, সহকারী প্রকৌশলী শাহিনুজ্জামান এবং তিতাসের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। নিরাপত্তার জন্য বিপুল সংখ্যক পুলিশ সদস্যও অংশ নেন।
তিতাস কর্তৃপক্ষ জানান, সোনারগাঁসহ আশপাশের বিভিন্ন এলাকায় অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।