নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সারাদেশব্যাপী তিন মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশ কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নে এক কৃষক সমাবেশ ও শীতার্ত কৃষকদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে বারদী ইউনিয়নের মছলন্দপুর মাঠে ইউনিয়ন কৃষক দলের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বারদী ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. তোফাজ্জলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির ১ নম্বর সহ-সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের সাবেক সভাপতি অ্যাডভোকেট শরিফুল ইসলাম মোল্লা।
সমাবেশে প্রধান বক্তা ছিলেন সোনারগাঁ উপজেলা কৃষক দলের আহ্বায়ক ফজলু মেম্বার। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন সোনারগাঁ উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মো. সেলিম হোসেন দিপু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা কৃষক দলের সদস্য সচিব বাবুল হোসেন বিজয়, বারদী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি করিম মেম্বার, ডা. রফিক বিল্লাল মুন্সি, ঈমামদ্দীন, মোগরাপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি সুমন, সাধারণ সম্পাদক মামুন, পিরোজপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি দেলোয়ার বেপারী, সনমান্দী ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোকবুল হোসেন, নোয়াগাঁ ইউনিয়ন কৃষক দলের সভাপতি, নোয়াগাঁ ইউনিয়ন কিশোর দলের সাধারণ সম্পাদক চঞ্চল, জামপুর ইউনিয়ন কৃষক দলের নেতা শাহ আলম, পিরোজপুর ইউনিয়ন কিশোর দলের সাধারণ সম্পাদকসহ বিভিন্ন ইউনিয়নের কৃষক দলের সভাপতি, সাধারণ সম্পাদক ও স্থানীয় কৃষক দলের নেতাকর্মীরা।
সমাবেশ শেষে প্রায় ৫০০ জন কৃষকের মাঝে কম্বল বিতরণ করা হয়।
বক্তারা কৃষকদের সংগঠিত করার আহ্বান জানান এবং কৃষি ও কৃষকের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয়তাবাদী কৃষক দলের কার্যক্রম আরও বেগবান করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।



