নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁয়ে বিপুল পরিমাণ মাদক ও একটি পিকাপসহ দুই মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করেছে সোনারগাঁও থানা পুলিশের এসআই মামুনসহ সঙ্গীয় অন্যান্য পুলিশ সদস্যরা।
শনিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোলপ্লাজা এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি পিকাপ থেকে সাইদুল ইসলাম ও জাকির হোসেন নামের দুই মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করা হয়।
তারা নারায়ণগঞ্জ জেলা বন্দর উপজেলার কামতাল এলাকার বাসিন্দা।
এ সময় পিকআপে তল্লাশি চালিয়ে পলিথিন ব্যাগে মোড়ানো অবস্থায় ১৪ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম.এ বারী জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের মেঘনা টোল প্লাজা এলাকায় চেকপোস্ট বসিয়ে গাঁজাসহ দুই মাদক কারবারিদের গ্রেপ্তার করা হয়েছে।



