নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের কাহেনা এলাকায় ৭৫০ ফুট রাস্তা নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে এস বিবি রাস্তা থেকে মোশারফের বাড়ি পর্যন্ত ৩০০ ফুট এবং একই রাস্তা থেকে শাহিনের বাড়ি পর্যন্ত ৩৫০ ফুট রাস্তা নির্মাণের কাজ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুল হাসান ও উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশ্রাফ ভূঁইয়া।
এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেন, জামপুর ইউপি সদস্য বদরুজ্জামান বদু, উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক ওমর ফারুক, জামপুর ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ওয়াসিম মিয়া, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক শাহ আলম, জামপুর ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক আল আমিন, যুবদল নেতা শাহিন মিয়া, জামপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক কাউছার হামিদ, সোনারগাঁ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক রহিম মিয়া, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
উদ্বোধনী অনুষ্ঠানে নেতারা বলেন, জামপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় নতুন রাস্তা নির্মাণের কাজ চলমান রয়েছে। যেসব এলাকায় এখনো রাস্তার উন্নয়ন হয়নি, সেগুলোও পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে।
তারা আরও বলেন, জামপুর ইউনিয়নকে একটি সুন্দর, উন্নত ও মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সাধারণ মানুষের পাশে থেকে যেকোনো সমস্যা সমাধানে কাজ করবে।
অনুষ্ঠান শেষে স্থানীয় জনগণ রাস্তা উন্নয়নের জন্য বিএনপি ও সংশ্লিষ্ট নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।