নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শ্যামলী চৌধুরীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা ঘরে ঢুকে আলমারি ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে।
শ্যামলী চৌধুরী জানান, উপজেলার সনমান্দি ইউনিয়নে তাদের গ্রামের বাড়ি থেকে মঙ্গলবার রাতে তিনি পরিবারের সদস্যদের নিয়ে কক্সবাজার যান। যাওয়ার আগে ঘরের দরজা-জানালা বন্ধ করে যান কিন্তু রাতে কোনো এক সময় ডাকাতরা দরজা খুলে ভেতরে প্রবেশ করে। তারা আলমারি ভেঙে সাড়ে তিন ভরি স্বর্ণ ও নগদ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
রাতের বেলা তার শ্বশুর বাড়ির মেইন গেট বন্ধ করতে গিয়ে দেখেন, ছেলের ঘরের দরজা খোলা। ঘরে ঢুকে দেখতে পান, সবকিছু এলোমেলোভাবে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে।
শ্যামলী চৌধুরীর ধারণা, তিনি ও তার পরিবার কক্সবাজার যাচ্ছেন এই তথ্য তাদের একটি পেজে শেয়ার করেছিলেন। সেখান থেকে হয়তো ডাকাতরা খবর পেয়ে ডাকাতির প্রস্তুতি নেয়। এর দুই বছর আগেও তার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছিল। পরে থানায় অভিযোগ দেয়ার পর কোন প্রতিকার পাননি তাই তিনি এবার কোন আইনি পদক্ষেপ নিবেন না বলে জানান।



