আজকের বাংলা তারিখ

  • আজ বুধবার, ১৪ই মে, ২০২৫ ইং
  • ৩১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
  • ১৫ই জ্বিলকদ, ১৪৪৬ হিজরী
  • এখন সময়, দুপুর ২:৪৮
সোনারগাঁয়ে বিএনপির ক্লাব নির্মাণের নামে জমি দখলের অভিযোগ

সোনারগাঁয়ে বিএনপির ক্লাব নির্মাণের নামে জমি দখলের অভিযোগ

প্রকাশিতঃ

শেয়ার করুন
শেয়ার করুন
শেয়ার করুন
নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নে বিএনপি ক্লাব নির্মাণের নামে জমি দখলের অভিযোগ উঠেছে। ওয়ার্ড বিএনপির ক্লাব নির্মাণের অজুহাতে স্থানীয় বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান আবুল কাসেম বাবুর বিরুদ্ধে অসহায় ব্যক্তির জমি দখল ও মাটি কেটে নেওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগী দিন ইসলাম। এ বিষয়ে তিনি সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগী দিন ইসলাম জানান, বারদী ইউনিয়নের আলগীরচর মৌজায় তার মালিকানাধীন ২৬ শতাংশ জমি জোরপূর্বক দখলের চেষ্টা করছেন আবুল কাসেম বাবু। স্থানীয় সন্ত্রাসীদের পাহারায় ওই জমির মাটি কেটে কিছু অংশ বিএনপি ক্লাবের জায়গায় ফেলা হচ্ছে এবং বাকি মাটি তার ব্যক্তিগত বাড়িতে নেওয়া হচ্ছে। বাধা দিতে গেলে তাকে ও তার ভাইকে মারধর করা হয় এবং মিথ্যা মামলার ভয় দেখানো হয়।দিন ইসলামের দাবি, ২০০৭ সালে এসএ-আরএস নামজারির মাধ্যমে বৈধভাবে তারা মিয়া, চাঁন মিয়ার কাছ থেকে তিনি জমিটি ক্রয় করেন এবং পরবর্তীতে রেজিস্ট্রি করেন। জমি কেনার সময় পাশের জমির মালিক আবুল কাসেম বাবুকে কিনতে বলেছিলেন, কিন্তু তখন তিনি আগ্রহ দেখাননি। পরবর্তীতে বাবু দাবি করেন, তিনি অন্য ওয়ারিশদের কাছ থেকে জমিটি কিনেছেন।

এ নিয়ে একাধিকবার স্থানীয় সালিশ বৈঠক হয়, যেখানে বাবুর জমি কেনার দাবির স্বপক্ষে কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। কিন্তু সালিশ মানতে না চেয়ে ২০১১ সালে তিনি নারায়ণগঞ্জ জেলা আদালতে মামলা করেন। দীর্ঘ শুনানির পর ২০২৪ সালের ২৯ অক্টোবর যুগ্ম জেলা জজ আদালতের ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার মামলাটি খারিজ করে দেন।

দিন ইসলাম অভিযোগ করেন, ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর  বিএনপি নেতা আবুল কাসেম বাবু নিজেকে ক্ষমতাশালী মনে করে আরও বেপরোয়া হয়ে ওঠেন। বিএনপি ক্লাব নির্মাণের অজুহাতে জমির দখল নিতে শুরু করেন এবং বাধা দিলে হুমকি দেন।

বিএনপি নেতা বাবুর পাল্টা দাবি
এ বিষয়ে বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান আবুল কাসেম বাবু বলেন, “২০০৭ সালে দিন ইসলাম জায়গাটি কেনার তিনদিন আগেই আমি মালিকদের মেয়েদের কাছ থেকে ক্রয় করে নামজারি করে ভোগদখল করে আসছি। দিন ইসলামের কাগজপত্র ঠিক না থাকায় সে এখনো নামজারি করতে পারেনি। এরপরও সে বিভিন্ন সময় আমাকে হয়রানি করে বিচার সালিশ করে আসছে। সেই বিচার সালিশ কাগজপত্র যাচাই-বাছাই করে দেখা গেছে, সে যাদের টাকা দিয়েছিল, তারা জমি বুঝিয়ে দিয়েছেন। তারপরও সে আমাকে হয়রানি করছে।”

তিনি আরও বলেন, “আমি চাইলে শেষ একটা সমাধান করতে পারি, কিন্তু করিনি। সেটা করলে সব ঠান্ডা হয়ে যাবে।”

মামলার খারিজের বিষয়ে তিনি বলেন, “আমার উকিল একটি কাগজ সময় মতো জমা না দেওয়ায় মামলাটি খারিজ হয়েছে। আমি সেই খারিজের বিরুদ্ধে আপিল করেছি।”

এই ঘটনায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন।

শেয়ার করুন
শেয়ার করুন
শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ

নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমানকে...

Read more

সোনারগাঁ কলতাপাড়া ফাজিল ডিগ্রি মাদরাসার গভর্নিং বডি নির্বাচনে বিএনপি প্যানেলের জয়

  সোনারগাঁয়ে ২৭ বছর পর কলতাপাড়া ফাজিল ডিগ্রি মাদরাসার গভর্নিং বডি নির্বাচন, বিএনপি প্যানেলের জয় নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের...

Read more

বন্দরে তিতাসের অভিযানে ২ লাখ টাকা জরিমানা, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম:  নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় তিতাস গ্যাস কর্তৃপক্ষের নিয়মিত অভিযানের অংশ হিসেবে সোমবার (তারিখ উল্লেখ করুন) মদনপুর ইসলামিয়া...

Read more
বার্তা প্রধানঃ

ফারুক হোসাইন

কর্তৃক প্রকাশিতঃ

ফরিদ হোসেন

নিবদ্ধনঃ

নিউজসোনারগাঁ২৪ডটকম
সংবাদ মাধ্যমটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবদ্ধনের জন্য আবেদিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

ঈশা খাঁ মোবাইল মার্কেট মোগরাপাড়া, চৌরাস্তা
সোনারগাঁ, নারায়ণগঞ্জ
ফোনঃ ০১৯১৬৮৬৫৬৬৬, ০১৭১৮২০০৬০৬
ইমেইলঃ mkforid@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009