সোনারগাঁয়ে ২৭ বছর পর কলতাপাড়া ফাজিল ডিগ্রি মাদরাসার গভর্নিং বডি নির্বাচন, বিএনপি প্যানেলের জয়
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী কলতাপাড়া ফাজিল ডিগ্রি মাদরাসায় দীর্ঘ ২৭ বছর পর গভর্নিং বডির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ মে) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেলোয়ার হোসেন।
নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেল বিজয় অর্জন করে। ব্যালট নং ৫-এর প্রার্থী আনসার আলী সর্বোচ্চ ১৮৩ ভোট পেয়ে প্রথম স্থান অর্জন করেন। ব্যালট নং ২-এর প্রার্থী সানাউল্লাহ ১৫৩ ভোট পেয়ে দ্বিতীয় স্থান এবং ব্যালট নং ৩-এর প্রার্থী নজরুল ইসলাম ১৩৭ ভোট পেয়ে তৃতীয় হন। প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে মনির হোসেন ৪ ভোট পেয়ে নির্বাচিত হন।
নির্বাচনের ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত সদস্যরা উপজেলা বিএনপির সহ-সভাপতি ও জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় আল মুজাহিদ মল্লিক বলেন, “দীর্ঘ ২৭ বছর পর এ মাদরাসায় একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোটাররা সুন্দরভাবে ভোট দিতে পেরে আনন্দিত হয়েছেন। বিএনপি প্যানেলের বিজয় প্রমাণ করে জনগণ এখনো দলের প্রতি আস্থাশীল। আমি নবনির্বাচিত সকল সদস্যকে অভিনন্দন জানাই এবং আশা করি, তারা মাদরাসার সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।”
নবনির্বাচিত সদস্যরা জানান, “এই নির্বাচনে অংশগ্রহণ ছিল এক আনন্দঘন অভিজ্ঞতা। ভোটারদের ব্যাপক উপস্থিতি ও অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করেছে। মাদরাসার উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে আমরা সকলে একসাথে কাজ করে যাবো।”