নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমানকে সাত দিনের রিমান্ড আবেদনসহ আদালতে প্রেরণ করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ মে) সকালে সোনারগাঁ থানা পুলিশ তাকে আদালতে হাজির করে। বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ওসি মফিজ উদ্দিন।
এর আগে সোমবার (১২ মে) সকালে হজ্ব পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে এয়ারপোর্ট পুলিশ তাকে আটক করে।
পুলিশ সূত্রে জানা গেছে, ইঞ্জিনিয়ার মাসুদুর রহমানের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র ও জনতার নিহত হওয়ার ঘটনায় একাধিক মামলা রয়েছে। এসব মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আটকের পর তাকে সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়।
রিমান্ড আবেদনের শুনানি শেষে আদালত কী আদেশ দেন, তা জানা যায়নি।