নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় তিতাস গ্যাস কর্তৃপক্ষের নিয়মিত অভিযানের অংশ হিসেবে সোমবার (তারিখ উল্লেখ করুন) মদনপুর ইসলামিয়া সুপার মার্কেট ও আশপাশের এলাকায় অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়ের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে সহায়তা করে বন্দর থানা পুলিশ। অভিযানে উপস্থিত ছিলেন তিতাস গ্যাস বন্দর উপজেলার ম্যানেজার প্রকৌশলী মোঃ জাহিন আমীর খাঁন, বন্দর থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম, এসআই সাখাওয়াত হোসেন টিপু ও ইদ্রিস, তিতাসের প্রকৌশলী শাহ্-আলম রনি এবং অন্যান্য কর্মকর্তারা।
অভিযানে মদনপুর ফুলহর এলাকার নবাবী স্বাদ চাইনিজসহ প্রায় ১০-১৫টি দোকান ও কিছু আবাসিক বাড়িতে অবৈধভাবে স্থাপিত আনুমানিক ১২০ ফুট গ্যাস বিতরণ লাইনের ৫টি দ্বিমুখী চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং ৩৫০ ফুট পাইপ অপসারণপূর্বক জব্দ করা হয়।
এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে নবাবী স্বাদ চাইনিজ ও অবৈধ আবাসিক গ্রাহকদের কাছ থেকে মোট ২ লাখ টাকা জরিমানা আদায় করেন।
অভিযান শেষে ম্যাজিস্ট্রেট জানান, অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে এই ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।