নারায়ণগঞ্জ প্রতিনিধি ❚ নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের বিশেষ অভিযানে ৫ ০০টি অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল সকাল থেকে বিকেল পর্যন্ত মদনপুর ও কেওডালা—এই দুই স্পটে অভিযান পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোনাববর হোসেন এবং তিতাসের নারায়ণগঞ্জ কার্যালয়ের ম্যানেজার (প্রকৌশল) আমির। অভিযানে ১.৫ ইঞ্চি ব্যাসের প্রায় ৯০০ ফুট, ২ ইঞ্চি ২০০ ফুট, ১ ইঞ্চি ১৫০ ফুট এবং ১.৫ হোস ৫০ ফুট পাইপ কেটে লাইনটি উৎস পয়েন্ট থেকেই কিলিং (স্থায়ীভাবে বন্ধ) করা হয়।
তিতাস কর্তৃপক্ষ জানায়, বন্দরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে চলমান কার্যক্রমের অংশ হিসেবে ইতিমধ্যে বিভিন্ন এলাকার অসংখ্য লাইন বিচ্ছিন্ন করা হয়েছে। কোথাও অবৈধ সংযোগের খবর পেলে তাৎক্ষণিক উচ্ছেদ অভিযান চালানো হবে বলে জানিয়েছে সংস্থাটি।
“যেখানে অবৈধ সংযোগ পাওয়া যাবে, সেখানেই অভিযান অব্যাহত থাকবে,”—তিতাসের এক কর্মকর্তা বলেন।
অভিযানকালে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।