নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তার ব্যবসায়ী ও সাধারণ জনগণ সন্ত্রাস, চাঁদাবাজি, ছিনতাই ও মাদক ব্যবসার বিরুদ্ধে ফুঁসে উঠেছেন। একাধিক অভিযোগেও প্রতিকার না পেয়ে তারা শেষমেশ মানববন্ধনে রাস্তায় নেমেছেন।
বৃহস্পতিবার (১ মে) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে সোনারগাঁ চৌরাস্তায় পরিবেশক সমিতির ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে সোনারগাঁ পরিবেশক সমিতি, স্থানীয় ব্যবসায়ী ও ভুক্তভোগী সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
সমিতির সভাপতি মোঃ রেজাউল করিম রাজা বলেন, “২০ বছর ধরে সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। কিন্তু আজ আমাদের গোডাউনের তালা ভেঙে ডাকাতি হচ্ছে, কর্মীদের মারধর করা হচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং হুঁশিয়ারি দিয়ে বলছি, আর সহ্য করবো না। আমাদের উপর আবারও হামলা হলে আমরা দুর্বার প্রতিরোধ গড়ে তুলবো।”
তিনি অভিযোগ করে বলেন, “সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মফিজুর রহমান আশ্বাস দিলেও কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছেন না। বরং গড়িমসি করে সময় পার করছেন।”
পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, “ছিনতাইকারীদের অস্ত্রের ভয়ে আমরা ব্যবসা করতে পারছি না। চাপাতি, ছুরি, পিস্তল নিয়ে হামলা করে সবকিছু লুটে নেয়। তাই বাধ্য হয়ে মানববন্ধনে নেমেছি। আমরা সরকারের হস্তক্ষেপ কামনা করছি।”
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল সোনারগাঁ থানায় গিয়ে স্মারকলিপি প্রদান করে কর্মসূচি শেষ করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিবেশক সমিতির কোষাধ্যক্ষ মোঃ মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মাসুম আহমেদ, প্রচার সম্পাদক মোহাম্মদ আজিজুল হকসহ স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনগণ।