রুহুল আমিন: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমির মুহাম্মদ আবদুল জব্বার বলেছেন, মানুষকে আল্লাহ রাব্বুল আলামীন তাঁর খলিফা হিসেবে সৃষ্টি করেছেন। আর মানুষের অন্যতম প্রধান দায়িত্ব হলো আল্লাহর খিলাফত কায়েম করা। এ দায়িত্বের অংশ হিসেবে সমাজের প্রতিটি মানুষের কাছে ইসলামের সুমহান আদর্শের আহ্বান পৌঁছে দিতে হবে।
শুক্রবার (২ মে) সকালে নারায়ণগঞ্জ জেলা জামায়াতের ইউনিয়ন ও পৌরসভার আমির এবং সেক্রেটারি শিক্ষা বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
নারায়ণগঞ্জ মহানগর আমির আব্দুল জব্বার বলেন, মানুষের ঘরে ঘরে আল কুরআনের আহ্বান পৌঁছে দিতে হবে। সেইসঙ্গে নিজেদেরকে আল কুরআনের আদর্শিক কর্মী হিসেবে গড়ে তুলতে হবে। দায়িত্বশীলদের প্রতি আনুগত্য করতে হবে।
তিনি বলেন, আল্লাহর মনোনীত একমাত্র জীবন ব্যবস্থা ইসলাম। ইসলামকে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের সর্বত্র কায়েমের মাধ্যমে ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি নিশ্চিত হতে পারে। ইসলামকে একটি বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠা করার জন্য প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড এবং গ্রামে সাংগঠনিক ভিত্তি মজবুত করার জন্য দায়িত্বশীল ভাইদের প্রতি তিনি আহ্বান জানান।
আব্দুল জব্বার বলেন, আগামী দিনের ইসলামী বিপ্লব সাধনে সবাইকে পরিকল্পিতভাবে কাজ করতে হবে। জামায়াতের সহযোগী ভাইদের আল্লাহর দ্বীনকে বিজয়ী করতে মাঠে ময়দানে ছড়িয়ে পড়তে হবে। অসহায় মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে হবে। ইসলামের আদর্শ দিয়ে মানুষের মন জয় করতে হবে।
নারায়ণগঞ্জ জেলা আমির মুহাম্মদ মমিনুল হক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষা বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সোনারগাঁ আইডিয়াল কলেজের প্রিন্সিপাল ড. মাওলানা ইকবাল হোসাইন ভূঁইয়া, নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান, সহকারী সেক্রেটারি আবু সাইদ মুন্না, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাসুদুর রহমান গিয়াস, মাওলানা আশরাফুল ইসলাম, অধ্যাপক ইলিয়াস আলী মোল্লা, ইঞ্জিনিয়ার আবদুল বাকী প্রমুখ।
সভাপতির বক্তব্যে মুহাম্মদ মমিনুল হক সরকার বলেন, আল কুরআনের আলোকে চরিত্র গঠন ও আত্মিক পরিশুদ্ধির মাধ্যমে নিজেদেরকে গড়ে তুলতে হবে।
এসময় উপস্থিত ছিলেন- জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট ইসরাফিল, সোনারগাঁ উত্তর থানা আমির মাওলানা মো. ইসহাক, সেক্রেটারি মাওলানা মো. ইবাহীম, সাদিপুর মাদসারার সাবেক অধ্যক্ষ মাওলানা আবু জাফর মো. আতাউল্লাহ প্রমুখ।