পরিমল বিশ্বাস, সোনারগাঁ:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ জুন) বিকেলে পেকেরচর বালুর মাঠে অনুষ্ঠিত এ ম্যাচে টাইব্রেকারে বিষনন্দী একাদশ ৩-০ গোলে বারদী মিশ্রিপাড়া একাদশকে পরাজিত করে শিরোপা জয় করে।
নির্ধারিত সময়ের মধ্যে উভয় দল গোল করতে ব্যর্থ হলে খেলা টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে বিষনন্দী একাদশ অনায়াসে তিনটি গোল করে জয় নিশ্চিত করে।
খেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সদস্য বি এম ডালিম। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাউর রহমান।
অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দীপু, নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুবেল হোসেন, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি সেলিম ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক ফারুক পারভেজ, উপজেলা জাসাস সভাপতি আমির হোসেন এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ কবির হোসেন, ফরহাদ আহমেদ তুহিন ও আসাদুল্লাহ প্রমুখ।
বক্তারা বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে সহায়তা করে এবং শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই ধরনের আয়োজনে ভবিষ্যতের জাতীয় মানের খেলোয়াড় তৈরি হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। তারা আয়োজকদের ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেন।



