সোনারগাঁ: নারায়ণগঞ্জের আড়াইহাজারের কুখ্যাত সন্ত্রাসী ও শীর্ষ মাদক ব্যবসায়ী সোহেল মেম্বার ওরফে ফেন্সি সোহেল (৩৮) এবং তার সহযোগী ফজলুল হক ফজু (৩০) কে গ্রেফতার করেছে র্যাব-১১।
১৩ জুন ভোরে কুমিল্লার দাউদকান্দি ব্রিজ টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ব্রাহ্মন্দী ইউনিয়নের বালিয়াপাড়া এলাকার সোহেল ইউপি সদস্য নির্বাচিত হওয়ার পর থেকেই মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। এলাকায় সে ফেন্সি সোহেল নামে পরিচিত। তার বিরুদ্ধে হত্যা, মাদক, চুরি ও অপহরণসহ ১৪-১৫টি মামলা রয়েছে।
তার সহযোগী ফজু’র বিরুদ্ধেও রয়েছে একাধিক মামলা। তারা দুজন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে আসছিল বলে র্যাব জানায়।
গ্রেফতারকৃতদের আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।



