পরিমল বিশ্বাস, নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর ইস্ট টাউনে তিতাস গ্যাস কর্তৃপক্ষ ও প্রশাসনের যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করে ২৫টি আবাসিক চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। একই সঙ্গে তিনটি হোটেলকে মোট ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা এবং একজনকে ৭ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
রবিবার (২২ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাছিবুর রহমান ও তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড-এর নারায়ণগঞ্জ কার্যালয়ের ম্যানেজার আমির হোসেন।
অভিযানে মদনপুর বাসস্ট্যান্ড এলাকার ‘ভাই ভাই হোটেল’ ও ‘আজমেরী হোটেল’কে ৪০ হাজার টাকা করে এবং ‘চাচা-ভাতিজা হোটেল’কে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ‘নিরালা হোটেল’-এর এক কর্মচারীকে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
তিতাস কর্তৃপক্ষ জানায়, অভিযানে অবৈধ গ্যাস বিতরণ লাইনের উৎস স্থানে ‘কিলিং’ করা হয়েছে, যাতে ভবিষ্যতে কেউ পুনরায় সংযোগ নিতে না পারে।
তিতাসের এক কর্মকর্তা বলেন, “বন্দরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে আমাদের অভিযান চলমান রয়েছে। যেখানে অবৈধ সংযোগের তথ্য পাওয়া যাবে, সেখানেই আমরা অভিযান পরিচালনা করব।”



