নিউজ সোনারগাঁ : – সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মোঃ রেজাউল করিম বলেছেন, দেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। সামনে নির্বাচনের সময় যতই এগিয়ে আসছে ষড়যন্ত্রের মাত্রাও বেড়েই চলেছে। তাই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ ভাবে এই ষড়যন্ত্রকে মোকাবিলা করতে হবে। গতকাল শুক্রবার সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের ভাটিবন্দর মিফতাহুল উলুম মাদরাসা মসজিদে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মোঃ রেজাউল করিম একথা বলেন। পরে তিনি এলাকার সাধারণ মানুষের মাঝে বিএনপির ৩১দফা বাস্তবায়ন কর্মসূচীর লিফলেট বিতরণ করেন।
এসময় সোনারগাঁ থানা বিএনপি নেতা ইমাম উদ্দি প্রধান, যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নূর এ ইয়াসিন নোবেল, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ মনির হোসেন, ছাত্রদল নেতা পনির হোসেন, বিএনপি নেতা খোরশেদ আলম, আশেক আলী, দানেশ সরকার, আতাউর রহমান, সানোয়ার হোসেন, মিজানুর রহমান, জসিম সরকার, নোয়াব হোসেন সরকার, শাহ আলী, হান্নান মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।



