নিউজ সোনারগাঁ : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বৃষ্টিতে ভিজেই ভোটারদের দ্বারে দ্বারে গণসংযোগ চালাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত (নারায়ণগঞ্জ-৩) সোনারগাঁ-সিদ্দিরগঞ্জ আসনের সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য প্রিন্সিপাল ড. ইকবাল হোসাইন ভূঁইয়া।
রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি সোনারগাঁয়ের মোগরাপাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও কাইকারটেক হাট এলাকায় দাঁড়িপাল্লা মার্কার পক্ষে ভোট প্রার্থনা করেন। বৃষ্টির দিনেও নিরবচ্ছিন্নভাবে প্রচারণায় অংশ নিতে দেখা গেছে তাকে। যেখানে অন্য রাজনৈতিক দলের নেতাদের অনুপস্থিতি চোখে পড়ে, সেখানে ড. ইকবাল হোসাইন ভূঁইয়া কর্মীদের নিয়ে বিরামহীনভাবে গণসংযোগ চালান।
গণসংযোগকালে ড. ইকবাল হোসাইন ভূঁইয়া বলেন, “আল কুরআনের ঝাণ্ডা সমুন্নত রাখা ও ইসলামী সমাজ-রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যেই আমরা কাজ করছি। প্রাকৃতিক দুর্যোগ কোনো বাধা নয়, আমরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে কোরআনের দাওয়াত পৌঁছে দিচ্ছি। আমরা বিশ্বাস করি, আগামীর বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ।”
তিনি আরও বলেন, “যদি আমি সোনারগাঁওয়ের এমপি নির্বাচিত হই, তবে সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করা হবে। মজলুম মানুষের পাওনা আদায় করে দেওয়া হবে। যত বড় শক্তিধর বা প্রভাবশালী ব্যক্তি থাকুক, সাধারণ মানুষের অধিকার রক্ষা করাই আমাদের অঙ্গীকার।”
৫ই আগস্টের পর থেকে দেশের বিভিন্ন প্রেক্ষাপটে সংঘটিত অন্যায় বা ক্ষতির প্রমাণ সংরক্ষণের আহ্বানও জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা জামায়াতের দক্ষিণ সেক্রেটারি মো. আসাদুল ইসলাম মোল্লা, ইউনিয়ন সভাপতি মাওলানা মাহমুদুল হাসান, সহ-সভাপতি মাওলানা বেলয়েত হোসেন, যুব বিভাগের সভাপতি মো. রাশেদুল ইসলাম, মোহাম্মদ আবু তালেব, মাওলানা মো. শাহিনসহ অসংখ্য নেতাকর্মী।



