নিউজ সোনারগাঁ : সোনারগাঁয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামিকে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে উপজেলা জামায়াতে ইসলামী। মঙ্গলবার বিকেলে উপজেলার হাবিবপুর এলাকায় সংগঠনটির শাখা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ প্রতিবাদ জানানো হয়।
সংবাদ সম্মেলনে সোনারগাঁ উপজেলা জামায়াতে ইসলামী দক্ষিণের সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম মোল্লা বলেন, পিরোজপুর ইউনিয়নের ঝাউচর এলাকায় শ্রমিক সরবরাহকারী রাশেদুল ইসলামের মেসে ভাড়াটিয়া হিসেবে থাকতেন আবদুল হামিদ তুষার। সম্প্রতি তিনি স্থানীয় মাদকচক্রের সঙ্গে জড়িয়ে পড়েন। এ ঘটনায় মেস মালিক রাশেদুল ইসলাম বাড়ির মালিক আল আমিনকে বিষয়টি জানান। পরে ভাড়ার টাকা পরিশোধ করে বাসা ছাড়তে বলা হলে তুষারের সঙ্গে তাদের কথা কাটাকাটি ও পরে মারধরের ঘটনা ঘটে।
তিনি অভিযোগ করে বলেন, এই ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে একটি পক্ষ মিথ্যা গল্প তৈরি করে প্রচার করছে যে “জামায়াতের কর্মসূচিতে অংশ না নেওয়ায় দিনমজুরকে মারধর করা হয়েছে।” অথচ বাড়ির মালিকের জামায়াতের সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই। এটি মূলত তুষারের মাদক ব্যবসাকে আড়াল করার একটি ষড়যন্ত্র।
জামায়াতের পক্ষ থেকে বলা হয়, এ ধরনের মিথ্যা সংবাদ শুধু সংগঠনের সুনাম ক্ষুণ্নই করেনি, বরং জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়িয়েছে। প্রকৃত ঘটনা জানাতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
এ সময় বাড়ির মালিক আল আমিন, শ্রমিক সরবরাহকারী রাশেদুল ইসলামসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।



