নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন ও সোনারগাঁ পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।
রবিবার সন্ধ্যায় পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি সনাতন ধর্মাবলম্বী জনগোষ্ঠীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সোনারগাঁ পৌর বিএনপির সভাপতি হাজী শারজাহান মেম্বার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোতালেব মিয়া, উপজেলা বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম বিডিআর, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, উপজেলা বিএনপির ২ নং সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, ৩ নং সাংগঠনিক সম্পাদক নিজামুদ্দিন, উপজেলা বিএনপি নেতা মাসুম রানা, রাকিবসহ আরও অনেকে।



