নারায়ণগঞ্জ প্রতিনিধি: ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে মৌমিতা ট্রান্সপোর্ট লিমিটেডের একটি বাসের ধাক্কায় ব্যাটারিচালিত ইজিবাইকের এক যাত্রী নিহত হয়েছেন। সোমবার (৬ অক্টোবর) দুপুর দুইটার দিকে জেলা পরিষদ ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম মোজাম্মেল (৫৫)। তিনি স্থানীয় এলাকার বাসিন্দা বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন, যাদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা মৌমিতা ট্রান্সপোর্টের দুটি বাস ভাঙচুর করে। বিকেল চারটার দিকেও সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করতে দেখা যায় তাদের। এতে কিছুক্ষণ ওই রুটে যান চলাচল বন্ধ থাকে।
পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সড়কটি পরবর্তীতে চলাচলের উপযোগী করা হয়।



