নিউজ সোনারগাঁ : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ অংশে অভিযান চালিয়ে চার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ। সোমবার (৮ অক্টোবর) দিবাগত রাতে আষাড়িয়ার চর ব্রিজের পূর্ব পাশে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, ওই রাতে চট্টগ্রামগামী লেনে একটি সন্দেহভাজন সিএনজি (রেজি নং: নারায়ণগঞ্জ-থ-১১-৫৭৩৭) থামানোর সংকেত দিলে সিএনজিতে থাকা পাঁচজনের মধ্যে একজন পালিয়ে যায়। বাকী চারজনকে ঘটনাস্থলেই আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— রহমত (৩২), মুরাদ (৪৫), তুসার (৩২) ও মো. ছামিদুল ইসলাম (২৮)।
তল্লাশির সময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত তিনটি চাকু, সিএনজি যানবাহন, ভিকটিমের ব্যাগ, মোবাইল ফোন ও মহিলাদের হ্যান্ডব্যাগ উদ্ধার করা হয়।
পরে উদ্ধারকৃত মোবাইল ফোনে একটি ইনকামিং কল আসলে পুলিশের মাধ্যমে ভিকটিমের সঙ্গে যোগাযোগ স্থাপিত হয়। ভিকটিম থানায় উপস্থিত হয়ে চারজন আসামিকে শনাক্ত করেন এবং নিজের মালামাল চিহ্নিত করেন।
ঘটনাটি মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার এলাকায় সংঘটিত হওয়ায় কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ গ্রেফতারকৃত আসামি ও ভিকটিমকে গজারিয়া থানায় হস্তান্তর করে।
পরবর্তীতে ভিকটিম রাসেল শিকদার বাদী হয়ে গজারিয়া থানায় একটি মামলা দায়ের করেন।
এদিকে স্থানীয় সচেতন মহল বলছে, “এই ধরনের অপরাধীদের দ্রুত গ্রেফতার করা অবশ্যই প্রশংসনীয়, তবে প্রশাসনের মূল্যবান সময় নষ্ট করে তাদের গ্রেফতার করে আবার আইনের ফাঁকফোকর ব্যবহার করে জামিনে বেরিয়ে আসা একটি উদ্বেগজনক বিষয়। এতে তারা আরও বেপরোয়া হয়ে ওঠে।”



