নিউজ সোনারগাঁ : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মালিবাগ জাঙ্গাল এলাকায় দোয়েল পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। বৃহস্পতিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোনারগাঁয়ের মোগরাপাড়া থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া বাসটি মালিবাগ এলাকায় পৌঁছালে হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি সড়কের পাশের খাদে পড়ে উল্টে যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালিয়ে নারী ও শিশুসহ অন্তত ১০ জন আহত যাত্রীকে উদ্ধার করে বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করেন।
খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
সোনারগাঁও ফায়ার সার্ভিসের অফিসার ইনচার্জ জাহিদ চৌধুরী বলেন, “বাসটি উল্টে থাকায় কেউ নিহত হয়েছেন কি না, তা এখনো নিশ্চিত নয়। আমাদের ডুবুরি দল তল্লাশি চালিয়েছে। ইতোমধ্যে একটি রেকার এসে পৌঁছেছে, আরেকটি রেকার আসার পথে রয়েছে। বাসটি তোলার পরই নিশ্চিত হওয়া যাবে কেউ ভেতরে আটকা ছিলেন কি না।”
এ ঘটনায় মহাসড়কের উভয় পাশে কিছু সময়ের জন্য যান চলাচলে সাময়িক বিঘ্ন সৃষ্টি হয়, পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।



