নিউজ সোনারগাঁ : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা” বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের ৭নং ওয়ার্ডে মহিলা দলের উদ্যোগে উঠান বৈঠক ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
১৩ অক্টোবর (সোমবার) বিকেলে অনুষ্ঠিত এই উঠান বৈঠকটি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় আয়োজিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনারগাঁও উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদিকা সালমা আক্তার কাজল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজহারুল ইসলাম মান্নান সাহেবের পুত্রবধূ সাদিয়া জুই, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন তাঁর সুযোগ্য কন্যা মারিয়াম আক্তার মুন্নী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি তাইজুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, সোনারগাঁও উপজেলা মহিলা দলের নেত্রী রাবি আক্তারসহ শতাধিক মহিলা দলের নেত্রী ও কর্মী।
বক্তারা বলেন,
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ হবে একটি সুন্দর, সমৃদ্ধ ও জনগণের কল্যাণে নিবেদিত রাষ্ট্র। তাঁর ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে এবং সকল নেত্রীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তাঁরা আরও বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করে একটি সুষ্ঠু নির্বাচনই হবে দেশের ভবিষ্যতের ভিত্তি। বিএনপি ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ।
এ সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে সকলের নিকট দোয়া প্রার্থনা করা হয়।



