নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নে তিতাস গ্যাস কর্তৃপক্ষের বিশেষ অভিযানে দুটি চুনা কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে কারখানাগুলো গুড়িয়ে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত চলা এ অভিযানে উপজেলার ঝাউচর বালুর মাঠ সংলগ্ন এলাকায় অবস্থিত দুইটি চুনা কারখানায় অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনাব্বর হোসেন এবং মেঘনাঘাট জবির ম্যানেজার (প্রকৌশলী) সুরঞ্জিত।
অভিযান শেষে এক্সক্যাভেটর মেশিনের সাহায্যে চুনা কারখানাগুলো ভেঙে ফেলা হয়। এসময় ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং প্রতিটি স্থানে অবৈধ গ্যাস সংযোগ ওয়েল্ডিংয়ের মাধ্যমে কিলিং ক্যাপিং করা হয়।
তিতাস কর্তৃপক্ষ জানায়, সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। যেখানেই অবৈধ সংযোগ পাওয়া যাবে, সেখানেই কঠোর অভিযান পরিচালনা করা হবে।



