নিউজ সোনারগাঁ : বৈধ গ্যাস সংযোগ বন্ধের প্রতিবাদে সোনারগাঁও পৌরসভার দৈলেরবাগ এলাকায় মোগরাপাড়া চৌরাস্তা টু উদ্ধবগঞ্জ সড়ক অবরোধ করেছে স্থানীয় গ্যাস গ্রাহকরা। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ কর্মসূচি শুরু হয়।
জানা গেছে, গত দুই দিন ধরে তিতাস গ্যাস কর্তৃপক্ষ হঠাৎ করে পৌরসভার উদ্ধবগঞ্জসহ কয়েকটি এলাকায় বৈধ গ্যাস সংযোগ বন্ধ করে দেয়। তবে সংযোগ বন্ধের বিষয়ে কোনো পূর্ব ঘোষণা বা ব্যাখ্যা দেয়নি তিতাস কর্তৃপক্ষ।
ফলে চরম দুর্ভোগে পড়েছে পৌরবাসী। গ্যাস না থাকায় কেউ অস্থায়ী চুলা বানিয়ে রান্না করছে, কেউ হোটেল থেকে কিনে খাবার খাচ্ছে, আবার কেউ না খেয়ে দিন কাটাচ্ছে বলে জানা গেছে।
এ বিষয়ে বৈধ গ্যাস গ্রাহক ফারুক আহমেদ বলেন, “দুই দিন ধরে গ্যাস নেই। গ্যাস না থাকার কারণে রান্নাবান্না করতে পরছিনা। পরিবার নিয়ে বহু কষ্ট করে দুই দিন পার করছি। তিনি জানান, আমাদের গ্যাস সংযোগ বৈধ। প্রতি মাসে বিলও পরিশোধ করছি। এখন তিতাস নিজেদের ব্যর্থতা ডাকতে আমাদের বৈধ লাইন বন্ধ করে দিয়েছে। আমরা এখন গ্রাহকরা রাস্তা অবরোধ করছি যতক্ষন পর্যন্ত গ্যাস আমাদের গ্যাস চালু না করবে ততক্ষন রাস্তা অবরোধ করে রাখবো।
তিতাসের সোনারগাঁ জোনের ম্যানেজার শফিউর আওয়ারকে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।”
উল্লেখ্য, এর আগেও কয়েক দফায় তিতাস কর্তৃপক্ষ হঠাৎ করে গ্যাস সংযোগ বন্ধ করলে স্থানীয়দের আন্দোলনের মুখে তা পুনরায় চালু করা হয়েছিল। তবে এবারও কোনো নোটিশ ছাড়াই সংযোগ বন্ধ করায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী গ্রাহকরা।



