নিউজ সোনারগাঁ : ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে সোনারগাঁ উপজেলার ১০টি উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে হতাশাজনক ফল করেছে সোনারগাঁ জিআর ইনস্টিটিউট স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটিতে এবারের পাশের হার মাত্র ১৮.৪৯ শতাংশ।
চলতি বছরে মোট ১১৯ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে কেবল ২২ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। বাকি ৯৭ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়, যা প্রতিষ্ঠানটির সামগ্রিক ফলাফলকে মারাত্মকভাবে নিচে নামিয়ে দিয়েছে।
ফলাফলের এই বিপর্যয়ের জন্য শিক্ষক, অভিভাবক ও পরীক্ষার্থীদের পারস্পরিক উদাসীনতাকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। অনেকের মতে, পাঠদানে গাফিলতি, পরীক্ষার পূর্ব প্রস্তুতির ঘাটতি এবং শিক্ষার্থীদের অনীহা—সব মিলিয়ে এমন হতাশাজনক ফলাফলের জন্ম দিয়েছে।
সোনারগাঁ জি.আর. ইনস্টিটিউট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফরিদা ইয়াসমিন বলেন,
“আমি যখন প্রতিষ্ঠানের দায়িত্ব গ্রহণ করি, তখন পরীক্ষার্থীরা ইতোমধ্যে টেস্ট পরীক্ষায় অংশ শেষ করেছে। এরপর বৈষম্যবিরোধী আন্দোলন এবং পরবর্তীতে অধ্যক্ষ পরিবর্তন নিয়ে আন্দোলনের কারণে শিক্ষার্থীরা নিয়মিত পড়াশোনা করতে পারেনি। ফলে টেস্ট পরীক্ষায় অধিকাংশ শিক্ষার্থী অকৃতকার্য হয়। সে সময় আমরা তাদের ফরম পূরণে বাধা দিতে চেয়েছিলাম, কিন্তু দেশের সার্বিক পরিস্থিতি অনুকূল না থাকায় বাধ্য হয়ে তাদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে হয়। এই কারণেই শিক্ষার্থীদের ফলাফল আশানুরূপ হয়নি।”
স্থানীয় শিক্ষা সংশ্লিষ্টরা দ্রুত পদক্ষেপ নিয়ে প্রতিষ্ঠানটির শিক্ষা মান উন্নয়নের দাবি জানিয়েছেন।



