নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ১৯ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। বুধবার (১৬ অক্টোবর ২০২৫) বিকেল ৩টা ২৫ মিনিটের দিকে আষারিয়ারচর এলাকায় মেঘনা টোলপ্লাজা সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পুলিশ চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়।
সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাশেদুল হাসান খানের নেতৃত্বে সাব-ইন্সপেক্টর (নিঃ) মোঃ আব্দুল জলিল সঙ্গীয় ফোর্সসহ চেকপোস্টে দায়িত্ব পালনকালে একটি মোটরসাইকেল থামানোর জন্য সিগন্যাল দিলে দুই আরোহী পালানোর চেষ্টা করে। পরে পুলিশ ধাওয়া করে তাদের আটক করে।
আটককৃতরা হলেন— মোঃ শাহরিয়ার মাহমুদ (৩৫), জেলার বন্দর থানার ইস্পাহানি গ্রামের-বির আহম্মেদ এর ছেলে ও ওবায়দুল হক (৪০), উপজেলার বারদি ইউনিয়নের সেনপাড়া গ্রামের আঃ সাত্তারেরর ছেলে।
গ্রেপ্তারের পর তাদের হেফাজত থেকে ১৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। একই সঙ্গে ঢাকা মেট্রো-ল-৬৭-১৫৮৩ নম্বরের একটি YAMAHA FZ-S Version 4.0 মোটরসাইকেল জব্দ করা হয়।
এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাশেদুল হাসান খান।



