নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ১২৫ বছরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সোনারগাঁ জি. আর ইনস্টিটিউশন মডেল স্কুল অ্যান্ড কলেজ-এর গভর্নিং বডির নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন দৈনিক আমাদের সময় পত্রিকার স্টাফ রিপোর্টার মিজানুর রহমান মামুন।
রবিবার দুপুরে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরিদা ইয়াসমিন এর নিকট আনুষ্ঠানিকভাবে তিনি স্কুল শাখার অভিভাবক সদস্য পদে মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় তার সঙ্গে বিপুল সংখ্যক অভিভাবক, সমর্থক ও সহকর্মী উপস্থিত ছিলেন।
মিজানুর রহমান মামুন ছাড়াও একই পদে দুলাল মিয়া ও আনোয়ার হোসেন মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী ৫ নভেম্বর (বুধবার) অনুষ্ঠিতব্য নির্বাচনে এই তিনজন প্রার্থীর মধ্যে থেকে অভিভাবকরা প্রত্যক্ষ ভোটের মাধ্যমে দুইজনকে নির্বাচিত করবেন।
অন্যদিকে, কলেজ শাখার অভিভাবক সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন লিয়াকত হোসেন ও মো. মোশাররফ হোসেন। তাদের বিপরীতে অন্য কোনো প্রার্থী না থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এছাড়া সংরক্ষিত নারী অভিভাবক সদস্য পদে হাওয়া আক্তার মনোনয়নপত্র দাখিল করেছেন। তিনিও কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।



