নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান বলেছেন “বিগত ১৭ টি বছর জেল-জুলুম, অত্যাচার-নির্যাতন সহ্য করেছি, তবুও একদিনের জন্য আপনাদের ছেড়ে যাইনি। প্রতিটি নেতাকর্মীর পাশে থেকে তাদের জেল-জুলুম থেকে মুক্ত করেছি। জীবনের বাকি সময়টুকু আপনাদের পাশে থেকে মরতে চাই। আপনারা আমাকে সেই সুযোগটা দিন।”
তিনি আরও বলেন, “স্বৈরাচার শেখ হাসিনার আমলে জীবন বাজি রেখে আপনারা আমাকে চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন। আমি সেই অবদান কখনো ভুলিনি। ভবিষ্যতেও আমি যদি নির্বাচন করি, আশা করি আপনারা আমার পাশে থাকবেন। আর যদি না-ও করি, তবুও সোনারগাঁবাসীকে ছেড়ে যাব না— সুখে-দুঃখে পাশে থেকে নিজেকে বিলিয়ে দিতে চাই সেবার মাঝে।”
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সাদিপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বরাবো এলাকায় উঠান বৈঠক ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন সাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান ভূইয়া মাসুম এবং সঞ্চালনা করেন সোনারগাঁ উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সোহেল রানা।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আতাউর রহমান, সাদিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান সরকার, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক খাইরুল ইসলাম সজিব, সাবেক সহ-সভাপতি হারুন অর রশিদ মিঠু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাওসার, উপজেলা মহিলা বিষয়ক সম্পাদিকা সালমা আক্তার কাজলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
আজহারুল ইসলাম মান্নান আরও বলেন, “সোনারগাঁয়ে বিএনপির নেতাকর্মীরা তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে নিরলসভাবে কাজ করছে। বিএনপি সরকার ক্ষমতায় এলে সোনারগাঁয়ের প্রতিটি ইউনিয়নে বৈধ গ্যাস সংযোগ দেওয়া হবে। আগামী সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করুন, আমরা জনগণের সেবা করার সুযোগ চাই।”
তিনি শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে সবার কাছে দোয়া প্রার্থনা করেন।



