নিউজ সোনারগাঁ :গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৭ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে সোনারগাঁ উপজেলা যুবদল এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করে। মঙ্গলবার দুপুরে উপজেলা সদরে এ র্যালি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আতাউর রহমান ও সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান।
এছাড়া উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব, সাবেক সহ-সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মোহন, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মেহেদী হাসান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল আলী, আমীর, কাউসার, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহের আলী, হযরত আলী রানা, আল-আমীন প্রমুখ।
র্যালিতে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদল নেতা রাকিব হাসান, সোহেল রানা, করিম রহমান, ইমরান ফারুক, জুয়েল রানা, সানাউল্লাহ, বেনীয়াম, ফরহাদ আহমেদ তুহিন, খাইরুল ইসলাম কিরন, মাহফুজ, সোহাগ, আরিফ হোসেন বাবু, রিতু, মিঠুন, সাগর, সামির হোসেন, ফারুক, আনোয়ারসহ উপজেলা ও পৌর যুবদলের কয়েক হাজার নেতাকর্মী।
র্যালিটি উপজেলা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। বক্তারা বলেন, “যুবদল প্রতিষ্ঠার এই দিনে আমরা তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি।”



