নিজস্ব প্রতিবেদক :
সোনারগাঁয়ে গত কয়েকদিনের ব্যবধানে হু-হু করে বাড়ছে পেঁয়াজের দাম। কয়েকদিন আগেও প্রতি কেজি পেঁয়াজ ৭০ থেকে ৭৫ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ১০০ থেকে ১২০ টাকায়। হঠাৎ এই মূল্যবৃদ্ধিতে বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত ক্রেতারা।
উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, মুদি দোকানগুলোতে মানভেদে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকায়। তবে রাস্তার পাশে ভ্যান গাড়িতে বিক্রি হওয়া পেঁয়াজ কিছুটা কম দামে, ১০০ থেকে ১০৫ টাকায় বিক্রি হচ্ছে।
মোগরাপাড়া বাজারের মোল্লা জেনারেল স্টোরের স্বত্বাধিকারী মো. রহিম বলেন, “গত শুক্রবারও ৭৫ থেকে ৮০ টাকায় পেঁয়াজ বিক্রি করেছি। দুদিন আগেও ৯০ টাকায় বিক্রি করেছি। এখন ছোট আকারের পেঁয়াজ ১১০ টাকা, আর বড় বাছাইকৃত পেঁয়াজ ১২০ টাকায় বিক্রি করতে হচ্ছে।”
স্থানীয় ব্যবসায়ী ও আড়তদারদের সঙ্গে কথা বলে জানা গেছে, হঠাৎ দামের এই উল্লম্ফনের পেছনে দুটি প্রধান কারণ রয়েছে—ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ থাকা এবং রবি মৌসুমের পেঁয়াজ বাজারে আসতে দেরি হওয়া।
এক পেঁয়াজ আমদানিকারক জানান, “গত তিন মাস ধরে দেশের বাজারে পেঁয়াজের সংকট চলছে। দেশে এখন মজুতও খুবই কম। ফলে দাম লাফিয়ে বাড়ছে। ভারতে বর্তমানে পেঁয়াজের দাম মাত্র ১৫ টাকা কেজি, তাই বাজার নিয়ন্ত্রণে দ্রুত আমদানির উদ্যোগ নেওয়া জরুরি।”
এদিকে, সাধারণ ক্রেতারা বলছেন, নিত্যপ্রয়োজনীয় এই পণ্যটির দাম প্রতিদিনই বাড়ছে। দ্রুত প্রশাসনের নজরদারি না বাড়ালে সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়বে বলে আশঙ্কা করছেন তারা।



