নিউজ সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সোনাময়ী এলাকায় মেঘনা নদীতে দুই হাজার ব্যাগ সিমেন্টবোঝাই একটি ট্রলার ডুবে দুই যুবক নিখোঁজ হয়েছেন।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ দুই যুবকের নাম রানা ও শুভ। তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
ঘটনার পর সোনারগাঁ ফায়ার সার্ভিসের ডুবুরি দল সন্ধ্যা ৬টা পর্যন্ত উদ্ধার অভিযান চালায়, কিন্তু নিখোঁজদের খোঁজ পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৈদ্যেরবাজারের আমান সিমেন্ট ফ্যাক্টরি থেকে বরিশালের উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য দুই হাজার ব্যাগ সিমেন্টবোঝাই করে ট্রলারটি। দুপুর ২টার দিকে মাঝনদীতে নোঙর করে বিশ্রাম নিচ্ছিলেন ট্রলারের চালক রানা ও সহযোগী শুভ। কিছুক্ষণ পর ট্রলারের তলা ফেটে পানি ঢুকে সেটি নদীর তলদেশে ডুবে যায়।
খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিস ও বৈদ্যেরবাজার ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে।
বৈদ্যেরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মাহবুবুর রহমান জানান, “সিমেন্টবোঝাই ট্রলারটি মাঝনদীতে অবস্থানকালে ডুবে যায়। ট্রলারে থাকা দুই যুবক এখনো নিখোঁজ রয়েছেন। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।”
সোনারগাঁ ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার জাহেদুল ইসলাম বলেন, “ধারণা করা হচ্ছে ট্রলারের তলা ফেটে পানি ঢুকে এটি ডুবে গেছে। দুই ঘণ্টা চেষ্টা করেও নিখোঁজদের উদ্ধার করা সম্ভব হয়নি। শুক্রবার সকাল থেকে আবারও উদ্ধার অভিযান শুরু হবে।”
অন্যদিকে, আমান সিমেন্ট কোম্পানির ম্যানেজার নাদিরুজ্জামান বলেন, “ট্রলারটি আমাদের কারখানা থেকে সিমেন্টবোঝাই করে বরিশালের উদ্দেশ্যে রওনা দেয়ার কথা ছিল। বিকেল সাড়ে ৩টার দিকে খবর পাই, ট্রলারটি নদীতে ডুবে গেছে।”
উদ্ধার অভিযান চলমান রয়েছে।



