নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যোরবাজার ইউনিয়নের সোনাময়ী এলাকায় মেঘনা নদীতে ট্রলারডুবির একদিন পর নিখোঁজ দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ ও সোনারগাঁ ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
শুক্রবার (১৪ নভেম্বর) দুপুর ২টার দিকে নদীর তলদেশ থেকে রানা ও শুভ নামে দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। নিহত রনি সরদার (৩৪) বরিশালের বন্দর উপজেলার বিসারত গ্রামের আলী সরদারের ছেলে এবং নিহত শুভ (১৯) একই এলাকার স্বপন মৃধার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে সিমেন্টবোঝাই ট্রলারটি মাঝনদীতে গিয়ে হঠাৎ ডুবে যায়। এসময় ট্রলারে থাকা রানা ও শুভ পানিতে তলিয়ে নিখোঁজ হন।
খবর পেয়ে নৌ–পুলিশ এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দল দুই ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে তাদের সন্ধান পাননি। পরে শুক্রবার সকালে পুনরায় অভিযান চালানো হয়। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় ডুবুরি দল নিখোঁজ দুই যুবকের মরদেহ উদ্ধার করে সোনারগাঁ থানায় নিয়ে যায়।
বৈদ্যোরবাজার নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মাহবুবুর রহমান জানান, মাঝনদীতে অবস্থানকালে ট্রলারটি ডুবে যায়। পরে যৌথ অভিযানে দুই যুবকের মরদেহ উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।



